বিলুপ্ত ছিটমহলের দলিল হস্তান্তর সোমবার
ভারত: বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ভূখণ্ড হিসেবে যোগ হওয়া ছিটমহলগুলোর ল্যান্ড রেকর্ড (দলিল) হস্তান্তর হবে সোমবার।
ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার চ্যাংরাবান্দায় দুই দেশের ছিটমহলগুলোর ল্যান্ড রেকর্ড হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হবে। ছিটমহলগুলোর মধ্যে বাংলাদেশের রয়েছে ১১১টি ও ভারতের ৫১টি।
ভারতীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ভারত-বাংলাদেশ যৌথ কমিটির উদ্যোগে এর আয়োজন করা হবে।
এ সময় বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক নয়শ’ ৮৯ জন কবে, কিভাবে, কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। এছাড়া ছিটমহলের বিভিন্ন দিক নিয়ে কথা হবে।
নিউজবাংলাদেশ.কম/টিএস/এফই
নিউজবাংলাদেশ.কম








