News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫১, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

দায়িত্বে অবহেলায় আরএমপির ৬ পুলিশ প্রত্যাহার

দায়িত্বে অবহেলায় আরএমপির ৬ পুলিশ প্রত্যাহার

রাজশাহী: রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের ৬ সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাতে মহানগর পুলিশ কমিশনার মো. সামশুদ্দিন এ আদেশ দেন। রোববার (৯ আগস্ট) সকালে এ আদেশ কার্যকর হয় বলেও জানায় পুলিশ কমিশনার মো. সামশুদ্দিন।

এরা হলেন- শাহ মখদুম থানার সেকেন্ড অফিসার এসআই হারুন অর রশিদ, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল ও মনির, কনস্টেবল শাহ আলম, মামুন ও ফারুক।

আরএমপির একটি সূত্র জানিয়েছে, এই ৬জন পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবস্যা, আসামি ধরে এনে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া ও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, “বিভিন্ন সময় দায়িত্বে অবহেলা করে তারা। এ কারণে মহানগর গোয়েন্দা পুলিশের পাঁচজন এবং শাহ মখদুম থানার এক পুলিশ কর্মকর্তাকে লাইনে ক্লোজ করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়