News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৮, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ১৮:৪৬, ১০ জুলাই ২০২০

হুজুরের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

হুজুরের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে এক মাদরাসার হুজুরের বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

রোববার ওই শিক্ষার্থীর বড়ভাই মোহাম্মদ মাসুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইকে চিকিৎসার জন্য নিয়ে এসে এ অভিযোগ করেন।

তিনি অভিযোগ করে জানান, তার ভাই মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের পাশে কাদেরীয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদরাসায় হাফেজি পড়ত। গত দুইমাস আগে তাকে ওইখানে ভর্তি করা হয়। গত দুই সপ্তাহ যাবৎ মাদরাসার হুজুর হাফেজ মাওলানা শফিকুল ইসলাম তার ভাইকে বলাৎকার করে আসছিলো।

পরে বিকেলে তার ভাই কৌশলে ফোনে সব জানালে পরিচিতজনদের সঙ্গে করে ভাইকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান তিনি। রক্তপাতের ফলে তার ভাইয়ের অবস্থা বেশ খারাপ বলেও জানান তিনি।

জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান পায়ুপথ দিয়ে রক্তপাতের বিষয়টি স্বীকার করে জানান, ওই শিশুকে ওসিসিতে পাঠানো হয়েছে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা হুজুরের বিরুদ্ধে এক শিশুকে বলাৎকারের অভিযোগ পেয়েছি। মেডিকেলের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি জানা যাবে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়