জালালাবাদের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সিলেট: সিলেট জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক ও সহ সাধারণ সম্পাদক মুরালী সিংহকে সাময়িক বরখাস্ত করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
রোববার সকালে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত দুটি সাময়িক বরখাস্ত আদেশপত্রের মাধ্যমে গত ৭ আগস্ট থেকে তাদের বরখাস্ত কার্যকর করা হয়।
প্রজ্ঞাপনে শামসুল হক ও মুরালী সিংহকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের বরাত দিয়ে মহাব্যবস্থাপক জানান, গত ৭ আগস্ট পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় জালালাবাদ গ্যাসের নিয়মানুযায়ী তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যা ৭ আগস্ট থেকে কার্যকর হবে। প্রচলিত নিয়মানুযায়ী এ সময় তারা কেবল খোরাকি ভাতা পাবেন বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ৬ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটে জালালাবাদ গ্যাসের সিবিএ সভাপতি ও মহানগর শ্রমিকলীগের সভাপতি আবদুর রহমানের উপর জালালাবাদ গ্যাস ভবনের প্রধান ফটকের সামনে হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শেষ রাতে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক ও সহসাধারণ সম্পাদক মুরালী সিংহকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম








