বিএনপির অস্তিত্ব থাকবে না: সুরঞ্জিত
সিলেট: ২০১৯ সালের মধ্যে বিএনপি নামক কোনো রাজনেতিক দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাই ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করে বলেন, ৪৩ বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে। সব যুদ্ধাপরাধীর বিচার হয়ে গেলে স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানসহ জামায়াতচক্র যে মিথ্যা, কৃত্রিম ও বিকৃত রাজনীতির সৃষ্টি করেছিলেন, তা একেবারেই মলিন হয়ে যাবে।
সুরঞ্জিত সেন বলেন, একুশে আগস্টের বিচার এগিয়ে চলছে। সেই বিচারে তারেক জিয়াসহ যারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তারা অবশ্যই শাস্তি পাবে এবং এ বছরের মধ্যেই বিচারকাজ সম্পন্ন হবে।
দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মান্না তালুকদার লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রভাকর চৌধুরী, অ্যাডভোকেট সোহেল আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান ও সাধারণ সম্পাদক উজ্জল মিয়া।
সুরঞ্জিত সেন বলেন, সারা পৃথিবী আজ দুভাগে বিভক্ত। একদিকে গণতন্ত্র এবং শান্তি, অন্যদিকে উগ্রসাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং জঙ্গিবাদ।
তিনি বলেন, এ উপমহাদেশে আওয়ামী লীগসহ মহাজোট জঙ্গিবাদ, মৌলবাদ এবং উগ্রসাম্প্রদায়িকতার বিপক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে বিএনপি তার জামায়াতচক্রকে নিয়ে রাজনীতিতে বিভ্রান্তির সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এ নির্বাচনকে প্রতিহত করার জন্যে তারা পেট্রল বোমা দিয়ে ২ শতাধিক নিরীহ মানুষ হত্যা করেছে। হাজার হাজার স্কুল পুড়িয়ে দিয়েছে এবং মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে কিন্তু নির্বাচন প্রতিহত করতে পারেনি। নির্বাচন হয়েছে, সরকার হয়েছে। এখন আমাদের মধ্যে নয় তাদের মধ্যেই কথা উঠছে, নির্বাচন না করা ভুল হয়েছে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেন বলেন, তিনি (খালেদা) আর তার দুপুত্র একজন ছিলেন অশিক্ষিত মাদকাসক্ত। যিনি ইতিমধ্যে মারা গেছেন। আরেকজন একই অবস্থায় বিকৃত রাজনৈতিক চিন্তা ধারণ করে বাংলাদেশে তিন মাসে পেট্রল বোমা দিয়ে যে ২০০ মানুষ হত্যা করেছেন, এই জন্যে সারাবিশ্ব মুখ ফিরিয়ে নিয়েছে। এটাকে আর কেউ গণতান্ত্রিক দল বলছে না।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








