ব্লগারদের সীমা লঙ্ঘন না করার অনুরোধ আইজিপির
ঢাকা: মুক্তমনা ব্লগারদের সীমালঙ্ঘন না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।
রোববার বিকেল ৫টার দিকে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে ব্লগার ও শিশু হত্যা নিয়ে আয়োজিত সভায় তিনি এই অনুরোধ জানান।
তিনি বলেন, “মুক্তমনা যারা আছেন তারা থাকবেন। তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে। কিন্তু আমাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, দেশের প্রচলিত আইনে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া অপরাধ। দেশের প্রচলিত আইন ও আইসটি অ্যাক্টে এর সর্বোচ্চ সাজা ১৪ বছর।”
ধর্ম নিয়ে কিছু বললে তাদেরকে হত্যা না করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করার পরামর্শ দিয়ে আইজিপি বলেন, “কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে, তার বিরুদ্ধে মামলা হলে, তাকে আইনের আওতায় আনা হবে। কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তাকে হত্যা করতে হবে, তা মানা যায় না।”
এছাড়া, সভায় সিলেটের সামিউল আলম রাজন, খুলনার রাকিব, বরগুনার রবিউল ইসলাম, চাঁদপুরের সুমাইয়া আক্তারসহ চাঞ্চল্যকর শিশুহত্যা মামলা এবং ঢাকার সুখী বেগমের চোখ উৎপাটন মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় জানানো হয়, এসব মামলার ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আসামি গ্রেফতার হয়েছে এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণসহ আনুষঙ্গিক কার্যক্রম নেয়া হয়েছে। সামিউল হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ মামলার মোট ১৩ আসামির মধ্যে ১২ জন গ্রেফতার হয়েছে। মামলার প্রধান আসামি কামরুলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








