News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪০, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

নাস্তা খেয়ে বিএসইসি পরিচালকসহ অসুস্থ ৮

নাস্তা খেয়ে বিএসইসি পরিচালকসহ অসুস্থ ৮

ঢাকা: বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের সম্মেলন শেষে নাস্তা খেয়ে পরিচালকসহ আটজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে হঠাৎ করেই তারা অসুস্থ হয়ে পড়েন। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের শেখ মুবারক হোসেনসহ (৫৫) আরো যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা হলেন, শাহীন (৩১), শহীদুল (২৮), ফারুক মিজি (৩৬), আমিরুল (২৮), শহীদুল ইসলাম (৪০), ডেইজি (২৭) ও আব্দুল গনি (২৭)।

জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

নিউজবাংলাদেশ.কম/এনএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়