News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৫, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

পাবনায় হাজারের বেশি শিক্ষার্থীর জিপিএ-৫

পাবনায় হাজারের বেশি শিক্ষার্থীর জিপিএ-৫

পাবনা: জেলায় এবার এইচএসসি পরীক্ষার হাজারেরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বরাবরের মতো এবারও পাবনা ক্যাডেট কলেজ ভালো ফল করেছে।

জানা গেছে, পাবনা ক্যাডেট কলেজ থেকে এবার ৫৪ ক্যাডেট পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই জিপিএ-৫ পেয়েছেন। পাশের হার ১০০ ভাগ। এছাড়া পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে ১৮৮ ও সরকারি মহিলা কলেজ থেকে ৭৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ সেলিমা আহমেদ নিউজবাংলাদেশকে বলেন, “কঠোর শৃংখলা, অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা এবং শিক্ষকদের সততা ও নিষ্ঠার কারণে বরাবরই পাবনা ক্যাডেট কলেজ ভালো ফল করে থাকে।”

তিনি আরো বলেন, “তবে বোর্ডের দেওয়া ফলাফলে এবার সেরা প্রতিষ্ঠানের তালিকা না করায় পাবনা ক্যাডেট কলেজ শিক্ষাবোর্ডে ও জেলায় কততম স্থানে তা জানা যায়নি।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়