ভৈরব নদীতে নৌকা ডুবি: ২ স্কুল ছাত্রী নিখোঁজ
মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদীতে নৌকা ডুবিতে ২ স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিস ও এলকাবাসীসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে। রোববার বেলা দুটার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে।
বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম জানান, স্কুল ছুটি হওয়ার পর প্রায় ২০ জন ছাত্রছাত্রী একটি নৌকা যোগে ভৈরব নদী পার হওয়ার সময় আকস্মিকভাবে সেটি ডুবে যায়। পরে অন্য ছাত্রছাত্রীরা উদ্ধার হলেও রশিকপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী তানিয়া ও একই গ্রামের হাসেম আলীর মেয়ে ববিতা খাতুন নিখোঁজ রয়েছে।
মুজিবনগর থানার ওসি আবু সালেক জানান, নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীসহ আইনশৃংখলা বাহিনী কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানায়,বিকল্প ব্যবস্থা না থাকায় রশিকপুর গ্রামের বেশ কিছু ছাত্রছাত্রী নদীপথ পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করে। বড় নৌকা কিংবা লাইফ জ্যাকেট না থাকার কারণে ঝুঁকির মধ্যে পারাপার হতে হয় স্কুল ছাত্রছাত্রীদের। নিখোঁজ ছাত্রীদের পরিবারে বইছে শোকের মাতম।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








