News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি এখন নাগরিক অধিকার সমন্বয় কমিটি

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি এখন নাগরিক অধিকার সমন্বয় কমিটি

পঞ্চগড়: ছিটমহলবাসীর ৬৮ বছরের মুক্তি আন্দোলনের মুখপাত্র ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসাথে এ কমিটিকে রূপান্তর করা হয়েছে নাগরিক অধিকার সমন্বয় কমিটিতে।

রোববার দুপুরে জেলা সরকারি অডিটোরিয়ামে বিশেষ সাধারণ সভায় ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করে নাগরিক অধিকার সমন্বয় কমিটি (সিটিজেন রাইটস কো-অর্ডিনেশন কমিটি, সিআরসিসি) ঘোষণা করা হয়।

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হকের সভাপতিত্বে সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে ছিটমহলের নেতারা।

এসময় ছিটমহল আন্দোলনের প্রয়াত নেতাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের আইন উপদেষ্টা অ্যাড. আব্রাহাম লিংকন।

এসময় সদ্য বিলুপ্ত হওয়া বাংলাদেশের অভ্যন্তরে থাকা পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১১১টি সদ্য বিলুপ্ত ছিটমহলের নাগরিক কমিটির কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিল।

সভার দ্বিতীয় অধিবেশনে সবার মতামত ও সমঝোতার ভিত্তিতে ময়নুল হককে আহ্বায়ক এবং গোলাম মোস্তফা ও মফিজার রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট নাগরিক অধিকার সমন্বয় কমিটি ঘোষণা করেন আহ্বায়ক। এছাড়া কমিটিতে অ্যাড. আব্রাহাম লিংকনকে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ছিটমহল আন্দোলনের সাথে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি শুরু থেকেই জড়িত ছিল। তাদের আন্দোলনের ফসল ছিটমহলবাসীর ৬৮ বছরের মুক্তি। তাদের প্রচেষ্টার ফলে মানুষ হিসেবে নতুন পরিচয়, একটি দেশ, একটি জাতীয় পতাকা পেয়েছে ছিটমহলবাসী।

এবার ওই ছিটমহল আন্দোলনের ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি নতুন নামে ছিটমহলবাসীর অধিকার ও উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন নবগঠিত নাগরিক অধিকার সমন্বয় আহ্বায়ক কমিটির নেতারা।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়