News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫২, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৫, ১৯ জানুয়ারি ২০২০

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে মুনের আশঙ্কা

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে মুনের আশঙ্কা

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। একইসঙ্গে তিনি ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি নিলয়সহ সব ব্লগার হত্যার দ্রুত বিচারের আহ্বান জানান, যাতে বাংলাদেশের মানুষ নিঃশঙ্ক চিত্তে তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং অন্য সব মানবাধিকারের চর্চা করতে পরে।

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত পিয়েরে মাইয়েদু এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, “ইইউ বিশ্বাস করে, চার ব্লগারের হত্যার পেছনে কারণ একই। আমরা আর এ ধরনের মৃত্যু দেখতে চাই না।”

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়