দেশে নির্বাচিত স্বৈরতন্ত্র চলছে: টিআইবি
ঢাকা: দেশে বর্তমানে নির্বাচিত স্বৈরতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান।
‘সংসদীয় স্থায়ী কমিটির কার্যকারিতা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক টিআইবির এক গবেষণা প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
হাফিজ উদ্দিন উদ্দিন খান বলেন, “দেশে বর্তমানে নির্বাচিত স্বৈরতন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতার অধিকারী। যে কারণে সংসদীয় কমিটিগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না।”
টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা নিজেদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে কমিটিকে ব্যবহার করেন। সংসদীয় কমিটির কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা খুবই সীমিত। কমিটির কার্যক্রমের কোনো মূল্যায়ন কাঠামো নেই। বিভিন্ন কমিটি ও দুটি সংসদের মধ্যবর্তী সময়ে কার্যক্রমের সমন্বয়েরও অভাব রয়েছে। কমিটিগুলো প্রত্যাশিত পর্যায়ে কার্যকর না হওয়ায় সরকারের জবাবদিহিতা প্রত্যাশিত পর্যায়ে নিশ্চিত হয় না।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, জনগণের সঙ্গে সংসদীয় কমিটির দূরত্বের কারণে সার্বিকভাবে সংসদীয় ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হয়।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








