News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৪, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৬, ১৯ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় ভুয়া ডেন্টিস্টের দুই বছরের কারাদণ্ড

কুষ্টিয়ায় ভুয়া ডেন্টিস্টের দুই বছরের কারাদণ্ড

কুষ্টিয়া: মোকলেছুর রহমান নামে ভুয়া এক ডেন্টিস্টকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে তাকে এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোকলেছুর রহমান শহরতলীর মোল্লা তেঘরিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। রোববার দুপুরে শহরের জেলখানা রোডের হক ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জারি সেন্টারে অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ডাক্তারি সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হলে মোকলেছকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১২ এর অধিনায়ক মোকাদ্দেস ইবনে মুজিব নিউজবাংলাদেশকে বলেন, “চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা দিয়ে মানুষকে ঠকাচ্ছিলেন মোকলেছুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ডেন্টিস্ট পরিচয়দানকারী মোকলেছ তার ডাক্তারি সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হন।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল নিউজবাংলাদেশকে বলেন, “দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে মোখলেছকে।”

আদালতের বিচারিক জেলা প্রশাসন ও কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ নিউজবাংলাদেশকে বলেন, “ডাক্তারি সনদপত্র ছাড়া চিকিৎসার নামে সাধারণ মানুষের স্বাস্থ্য, অর্থ ও জীবনহানি ঘটানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক মোকলেছুর রহমানকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়