বিলুপ্ত ছিটমহলে জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশংকা
লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ১৬ নং ভোটবাড়ী ছিটমহলে ভুয়া স্ট্যাম্প ও লাঠিয়াল বাহিনী দিয়ে তিন দফা জমি দখলের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলুপ্ত ছিটমহল বিনিময় আন্দোলনের অন্যতম নেতা মোজাহারুল ইসলামের উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি একই গ্রামের আজিজার রহমানের ছেলে রুবেল ও সুমেল মৃত পিতার নামে জালস্ট্যাম্প বানিয়ে শনিবার দখলের চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে লাঠিয়াল বাহিনী ছিল।
ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার পরপরই তারা দেশীয় অস্ত্র নিয়ে ওই জমি দখল করতে যান। এ সময় পাটগ্রাম থানা ইনচার্জ (ওসি) রেজাউল করিম ও উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলমের হস্তক্ষেপে তারা ফিরে যান।
জমির প্রকৃত মালিকানা ও দখল থাকায় মোজাহারুল ইসলামকে ওসি ও ইউএনও জমি চাষাবাদের নির্দেশ দিলেও রুবেলের লোকজন তাদের জমি চাষে বাধা দিয়ে আসছে।
স্থানীয়দের অভিযোগ, এ অবস্থায় যে কোনো মুহূর্তে সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এতে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
মোজাহারুল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “জমির কাগজপত্র সবই ঠিক আছে। তবে একটি গ্রুপের ইন্ধনে জমি দখলের চেষ্টা চলছে। বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া নতুন এ গ্রামগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “খুনের এক আসামি জেল থেকে এসে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। সে আমার স্ত্রী-কন্যা ও আমাকে হত্যার হুমকি দিচ্ছে।”
মৃত আজিজার রহমানের ছেলে রুমেল নিউজবাংলাদেশকে বলেন, “আমরা জমি কিনেছি, তাই চাষাবাদে বাধা দিচ্ছি। জমি দখল করে আমরা আবাদ করবো।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর কুতুবুল আলম নিউজবাংলাদেশকে বলেন, “কোনোভাবেই বাংলাদেশি এসব ভূখণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস/এজে
নিউজবাংলাদেশ.কম








