News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৯, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২২:০৬, ১৯ জানুয়ারি ২০২০

বিশ্বনাথে বাস খাদে, হেলপার নিহত

বিশ্বনাথে বাস খাদে, হেলপার নিহত

সিলেট: জেলার বিশ্বনাথে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ যাত্রী। রোববার দুপুর ১২টায় এ ঘটনায় ঘটে।

নিহতের নাম আশিক আলী (২৮)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

রোববার দুপুরে জগন্নাথপুর থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী যাত্রীবাহী বাস (সিলেট-জ, ০৪-০১১০) ইলিমপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার আশিক প্রাণ হারান। আহত হন ২০ জন।

খবর পেয়ে ওসমানী নগরের তাজপুর ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে বাসের নিচে থাকা হেলপারের লাশ উদ্ধার করেন।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর বিশ্বনাথ-রশিদপুর সড়কে যানজটের সৃষ্টি হলে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়