News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৫, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৭, ১৯ জানুয়ারি ২০২০

খুলনায় ৩টি বাঘের চামড়া উদ্ধার, নারীসহ আটক ৬

খুলনায় ৩টি বাঘের চামড়া উদ্ধার, নারীসহ আটক ৬

খুলনা: ক্রেতা সেজে অভিযান চালিয়ে রয়েল বেঙ্গল টাইগারের তিনটি চামড়াসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন চরামুখা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের শফিকুল ইসলাম গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে তিনটি বাঘের চামড়া উদ্ধার করা হয়।

পুলিশের ওই সূত্র জানায়, সুন্দরবন সংলগ্ন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের শফিকুল গাজীসহ কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবত সুন্দরবনের বাঘ হত্যা করে চমড়া, হাড়, দাঁত পাচার করে আসছিল। এই সংবাদ জানতে পেরে পুলিশ ক্রেতা সেজে ওই বাড়িতে হাজির হয়। এ সময়ে তারা চামড়া দেখতে চাইলে তাদের সামনে চামড়া নিয়ে আসা হয়। এরপর পুলিশ চামড়াসহ তাদেরকে হাতে নাতে আটক করে।

এ বিষয়ে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান এম এম এ মান্নান জানান, শফিকুলসহ অন্যরা সুন্দরবনের সম্পদ পাচারের সাথে দীর্ঘদিন যুক্ত বলে জানতে পেরেছি। গত কয়েকদিন আগে তাদের নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এরপর আজ (রোববার) চামড়া উদ্ধারের এই ঘটনা ঘটে।

সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা মো. জহির উদ্দিন আহমেদ জানান, কয়রা থানা পুলিশ স্থানীয় এলাকাবাসীর সূত্র ধরে অভিযান চালিয়ে তিনটি বাঘের চামড়া উদ্ধার করেছে। এ সময়ে তারা নারীসহ বেশ কয়কজনকে আটক করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার (০৭ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর নতুন বাজার লঞ্চঘাট থেকে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ৬৯টি হাড়সহ দু’জনকে আটক করে খুলনা সদর থানা পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এসএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়