News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৩, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ১৬:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

তাড়াশে ইয়াবাসহ আটক ৬

তাড়াশে ইয়াবাসহ আটক ৬

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলায় এক উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলে ও সাবেক পুলিশ সদস্যসহ ছয়জনকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব ও পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- তাড়াশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী মনোয়ারা ইসলাম মিনির ছেলে আল মামুন মিন্টু (৩৫), একই উপজেলার আনোয়ার আলী মাষ্টারের ছেলে মির্জা ফজলুর রহমান (৩৫), মুসা প্রমানিকের ছেলে মজিবুর রহমান পিন্টু (৩৫), আবুল কালাম আজাদের ছেলে গোলাম মোস্তফা (৩৮), দেবেশ সিংয়ের ছেলে আশীষ সিং (৩৮) এবং আনছার আলীর ছেলে সাবেক পুলিশ সদস্য আনোয়ার পারভেজ (৩০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, শনিবার রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাব অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পাঁচজন এবং থানা পুলিশ ৯৮ পিস ইয়াবা, একটি ছুরিসহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলেকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আরডি/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়