News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৭, ৯ আগস্ট ২০১৫
আপডেট: ২১:৪৭, ১৯ জানুয়ারি ২০২০

যশোরে বোমা বিস্ফোরণে ৪ শিশু আহত

যশোরে বোমা বিস্ফোরণে ৪ শিশু আহত

যশোর: জেলার অভয়নগরে বোমা বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে।

রোববার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে মডেল কলেজ সড়কে আনিস সরদারের বাড়ির পুকুরপাড়ে এ বিস্ফোরণ ঘটে। বোমাগুলো পরিত্যক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।

আহত শিশুদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, “সকালে ওই চার শিশু পুকুরপাড়ে তাল কুড়াতে গিয়েছিল। সেখানে পরিত্যক্ত একটি ব্যাগ পেয়ে তা নিয়ে খেলার একপর্যায়ে বিস্ফোরণ ঘটে।”

ব্যাগের মধ্যে বোমা ছিল বলে ধারণা করছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়