ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার
ঠাকুরগাঁও: প্রেমের ফাঁদে ফেলে ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। ওই ছাত্রীকে তার কথিত প্রেমিক ডেকে নিয়ে তিন যুবক মিলে পালাক্রমে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর বঠিনা গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটি স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে কথা বলার সুযোগে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার মোলানী গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে আকতারুল ইসলামের (১৬) সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শনিবার বিকেলে প্রেমিক আকতারুল তাকে মোবাইলে ডেকে নিয়ে যায়। পরে পল্লী বিদ্যুত অফিসের পশ্চিমে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে আকতারুল তার বন্ধু মিলন ও অপর এক বন্ধু মিলে ওই স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। ছাত্রীটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অবস্থা বেগতিক দেখে ওই তিন ধর্ষক পালিয়ে যায়।
স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/জেইউ/এফই
নিউজবাংলাদেশ.কম








