এইচএসসি ও সমমানের ফল প্রকাশ রোববার
ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল রোববার প্রকাশিত হতে যাচ্ছে। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুপুর ২টায় ফল জানতে পারবে।
এ বছর মেধা ভিত্তিতে সেরা কলেজের তালিকা আর থাকছে না। সেরা কলেজের তালিকায় থাকার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনৈতিক পন্থা বেছে নেয়– এমন অভিযোগ তুলে এ তালিকা তৈরি না করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ এপ্রিল। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১১ জুন।
শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে, স্বস্ব শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই
নিউজবাংলাদেশ.কম








