পাবনায় ছুরিকাহত ব্যক্তির মৃত্যু
পাবনা: পাবনার সিংগা বাইপাস এলাকায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত ফুরকান আলী (৬৫) শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ফুরকান হত্যাকাণ্ডে অভিযুক্তদের দুটি বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিহত ফুরকান আলী পৌর এলাকার সিংগা মহল্লার আবুল কাশেমের ছেলে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, পুর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বৃহস্পতিবার বিকেলে ফুরকান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
এদিকে মৃত্যুর খবর এলাকায় পৌঁছার সাথে সাথে নিহতের লোকজন উত্তেজিত হয়ে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ফুরকান হত্যার সাথে জড়িত সন্দেহে সিংগা এলাকার শিমুল ও জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, নিহত ও ভাঙচুরের ঘটনায় শনিবার বিকেল ৩টা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








