দেশব্যাপী শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন
পাবনা: পাবনার চাটমোহর উপজেলায় শনিবার সারা দেশে শিশু হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিশু হত্যা, নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণের প্রতিবাদে পৌর সদরের থানা বাজার আমতলায় সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এই মাবনবন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর, স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা-৩ এলাকার সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল করিম খান আরজ, বাংলাদেশ মানবাধিকার কমিশন পাবনার আঞ্চলিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান নাছিম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, ভাষা সৈনিক অ্যাড. গৌড় চন্দ্র সরকার প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








