হবিগঞ্জে কলেজ ছাত্র খুন
সিলেট: হবিগঞ্জের শচীন্দ্র ডিগ্রী কলেজে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন হয়েছে। নিহত কলেজ ছাত্র বানিয়াচং উপজেলার বিথংগল গ্রামের মুখলেছুর রহমানের পুত্র। সে কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে আজ দুপুরে শচীন্দ্র কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র নিহত সুমনের সঙ্গে দ্বিতীয় বর্ষের ছাত্র শিহাবের কথা কাটাকাটি হয়। ১২টার দিকে তার সহপাঠি ৭/৮ জনের একদল ছাত্র ধারালো অস্ত্র নিয়ে কলেজের সামনে যাত্রী ছাউনিতে সুমনকে ধাওয়া করে। এ সময় সে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে হামলাকারীরা সুমনের উপর আক্রমণ চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মুমূর্ষু অবস্থায় সুমনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে কলেজে উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের ক্লাশ বাতিল করে ছুটি ঘোষণা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








