রাজধানীতে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ
ঢাকা: রাজধানীর মিরপুর ও রায়েরবাজারে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তাদের পরিবার।
শনিবার এসব ধর্ষণের ঘটনা ঘটে।
মিরপুরের পীরেরবাগ বস্তিতে ১ম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছেন তার মা নূর বানু। তিনি দাবি করেন, শনিবার দুপুর খাওয়ার পর মেয়েকে ঘরে রেখে তিনি কর্মস্থলে যান। রাতে বাসায় ফিরে দেখেন মেয়ে অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। পরে প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পারেন, প্রতিবেশী রাসেল তাকে ধর্ষণ করে। মিরপুর থানার এএসআই মুক্তারুজ্জামান ওই শিশুকে ঢাকা মেডিকেলে ভর্তি করান।
একই সময়ে রায়েরবাজার ৬ তলা গলিতেও একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির বাবা হাবিবুর রহমান অভিযোগ করেন, মেয়েকে বাসায় রেখে তারা স্বামী-স্ত্রী মার্কেটে গিয়েছিলেন। সন্ধ্যায় বাসায় ফিরে জানতে পারেন প্রতিবেশী খোকন তার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে। পরে হাজারীবাগ থানায় অভিযোগ করলে পুলিশ খোকনকে আটক করে।
আটকের তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম








