নোয়াখালীতে যুবকের গুলিবিদ্ধ লাশ
নোয়াখালী: জেলার চৌমুহনী পৌরসভার একটি পুকুর থেকে কামাল উদ্দিন (২৬) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ তা অস্বীকার করেছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার করিমপুর গ্রামের মিয়া বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামাল উদ্দিন ওই গ্রামের জয়নাল আবেদীন হাজারির ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
নিহতের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, শনিবার রাতে চালক কামাল তার অটোরিকশাটি রেখে বাড়ির পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জসিমের নেতৃত্বে তিনজন পুলিশ ওই এলাকায় টহল দিতে আসে। পরে কামালকে দোকানে বসে থাকতে দেখে টহলরত পুলিশ তাকে পেছন থেকে ডাক দেয়। এতে ভয় পেয়ে দোকান থেকে দৌঁড়ে ভৌতলির বাড়ির একটি পুকুরে গিয়ে পড়লে পুলিশ তাকে লক্ষ করে গুলি করে। পরে ঘটনা জানাজানি হলে রোববার সকালে পরিবারের সদস্যরা গিয়ে ওই পুকুর থেকে কামালের লাশ উদ্ধার করে।
জানতে চাইলে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে আমাদের কোনো পুলিশ করিমপুরের দিকে যায়নি। আর এভাবে পুলিশ কাউকে গুলিও করতে পারে না।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এমআই/এফই
নিউজবাংলাদেশ.কম








