ভেঙে গেছে কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ
সাতক্ষীরা: জেলার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের প্রায় দুশো ফুট চাকলা পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম ও দুশো বিঘা মৎস্যঘের প্লাবিত হয়ে গেছে।
শনিবার রাত ১১টার দিকে প্রবল জোয়ারের চাপে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা পয়েন্টের প্রায় দুশো ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা নেসার উদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, “বাঁধ ভেঙে যাওয়ায় চাকলা গ্রামসহ নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একই সাথে প্রায় আড়াই’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ভেসে গেছে দুশো বিঘা মৎস্যঘের।”
তিনি আরো বলেন, “বাঁধটি দ্রুত সংস্কার করা সম্ভব না হলে প্রতাপনগর ইউনিয়নের শূভাদ্রাকাটি, তালতলা ও রুয়ের বিলসহ নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।”
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও তারা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।”
তিনি আরো বলেন, “শনিবার রাতে প্রায় দুশো ফুট এলাকা জুড়ে কাঁধটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধটি সংস্কার করা না হলে পরবর্তী জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








