News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৫, ২ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৭, ১৯ জানুয়ারি ২০২০

চট্টগ্রামে বাসচাপায় স্কুল-শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামে বাসচাপায় স্কুল-শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় এক স্কুল-শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আল-আমিন (১০)। সে পতেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জেলার এয়ারপোর্ট রোড বিজয়নগর এলাকায় শনিবার দিনগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় শিশুটিকে একটি দ্রুতগতির বাস চাপা দেয়। এ সময় গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এসএম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়