আলমডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামে আজিজুল হক (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নিহতের নিজ ঘরের বারান্দায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল উপজেলার বেগুয়ার খাল গ্রামের মৃত আমদ আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আজিজুল হক প্রতিদিনের মতো নিজ বসত ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। এর পর গভীর রাতে কয়েকজন দূর্বত্ত তার বাড়িতে ঢুকে বারান্দায় ঘুমন্ত অবস্থায় আজিজুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে রোববার সকালে আলমডাঙ্গার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
নিহতের স্ত্রী রেহানা খাতুন জানান, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের সামসুল হকসহ তার লোকজন তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী রেহানা খাতুন বাদী হয়ে থানায় একই গ্রামের সামসুল হকসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
নিউজবাংলাদেশ.কম/কেএস/এফই
নিউজবাংলাদেশ.কম








