News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১১, ২ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৭, ১৯ জানুয়ারি ২০২০

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি

বান্দরবান: বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। শনিবার রাত থেকে বৃষ্টি কমে যাওয়ায় নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তরা। তবে অধিকাংশ এলাকা পানির নিচে থাকায় প্লাবিত এলাকার অনেকেই এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে।

বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও এলাকার বেশিরভাগ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুন্ধ পানির তীব্র সংকট।

অব্যাহত বর্ষণে বান্দরবান-কেরানীহাট চট্টগ্রাম প্রধান সড়কের বরদুয়ারা এলাকায় সড়কে ৪-৫ ফুট বন্যার পানি জমে, এছাড়া বান্দরবানের সুয়ালকে সেতু দেবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিকল্প বেইলী ব্রীজ নির্মাণ করায় ও পানি কমতে থাকায় সকাল থেকে যোগাযোগ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে বান্দরবানের বসন্ত পাড়ায় ২০০মিটার সড়ক ধসে যাওয়ায় এখনও বান্দরবানের রুমা এবং থানচি উপজেলা ছাড়াও চিম্বুক নীলগিরি, শৈলপ্রপাত, বগালেক, কেওক্রাডং, নাফাকুম, বড় পাথরসহ কয়েকটি প্রধান পর্যটন কেন্দ্রের সাথে সড়ক যোগাযোগ বন্ধ আছে । এইসব এলাকায় বসবাসকারীরা বিকল্প হিসেবে বান্দরবানের সাঙ্গু নদীপথে ঝুঁকি নিয়ে চলাচল করছে।

অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলে জেলা সদরসহ লামা ও আলীকদমে এ পর্যন্ত নয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এনআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়