News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৯, ২ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৮, ১৯ জানুয়ারি ২০২০

দুই শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

দুই শিশুকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

বরগুনা: জেলার সদর উপজেলার লেমুয়া গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুসন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন রোজী (২৬) নামে এক গৃহবধূ।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর বাবার নাম রোমান পঞ্চায়েত। তিনি লেমুয়া পঞ্চায়েত বাড়ির সুনু পঞ্চায়েতের ছেলে। ঘটনার সময় রোমান পঞ্চায়েত বাড়ির বাইরে ছিলেন।

গৃহকর্মী হারুন জানান, বেশ কয়েকদিন ধরে রোজী বিড়াল মারার জন্য স্বামীকে বাসুডিন (ওষুধ) আনতে বলেন। স্বামী তা না এনে দেওয়ায় শুক্রবার সকালে তিনি (৩০) বাজার থেকে বাসুডিন এনে দেন। শনিবার রাতে রোজী তাকে চানাচুর আনতে বাজারে পাঠান। তিনি দোকান থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান ও ভেতরে শিশুদের কান্না শুনতে পান। এসময় জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, দুই শিশুকে বিষপান করিয়ে রোজী নিজেও বিষপান করেছেন।

দ্রুত সবাইকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওনা হলে রাত ১০টার দিকে সেখানে মৃত্যু হয় শিশু তায়িবা (৩) ও মৌমির (৫)। গুরুতর অবস্থায় রোজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত আড়াইটায় তারও মৃত্যু হয়।

খবর পেয়ে বরগুনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়