ও বন্ধু আমার…
ঢাকা: নিঃস্বার্থভাবে হৃদয়ের সবটুকু আবেগ যার সাথে ভাগাভাগি করা যায় সে-ই তো বন্ধু। সবারই বন্ধু আছে। বন্ধু থাকলেই হয় অনাবিল আড্ডা। যদিও প্রতিটি দিনই বন্ধুর জন্য বরাদ্দ তবু একটি বিশেষ দিনকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। সেটা আগস্ট মাসের প্রথম রোববার। সে হিসেবে আজ বন্ধু দিবস।
১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায় ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান জানানোর লক্ষেই আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন।
আর বর্তমানে এটি জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বের বহু দেশেই। যাদের প্রতি মুহূর্তের সঙ্গী বন্ধু আর বন্ধুতা, তারা এক মুহূর্তের জন্যও মন থেকে আড়াল করতে পারে না বন্ধুদের। জীবনের সংকটে এরা ছুটে যান বন্ধুদের কাছে। আবার আনন্দ, উল্লাস কিংবা দিন শেষের অবসরেও এরা ভালোবাসেন বন্ধুর সান্নিধ্য। কেননা বন্ধুত্বের সম্পর্কের মাঝে খুঁজে পাওয়া যায় জীবনযাপনের ভিন্নতর স্বাদ।
আজ যদি হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হয়ে যায় কারো তবে বলতে পারেন ‘বন্ধু, কী খবর বল, কত দিন দেখা হয়নি।’ কিংবা আশাবাদ ও নির্ভরতার প্রতীক হয়ে দূর থেকেও কোনো বন্ধুকে দিতে পারেন সাহস আর আশ্বাস- ‘হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।’
বন্ধু দিবসে বিশ্বের সব বন্ধুদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








