News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৭, ২ আগস্ট ২০১৫
আপডেট: ০৩:১০, ২৬ জানুয়ারি ২০২০

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মিয়ারুল ইসলাম (৪৫) নিহত হয়েছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নুরপুর গ্রাম থেকে মিয়ারুলকে গ্রেফতার করা হয়। থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাহিনীর কর্মকাণ্ড ও অস্ত্রের সন্ধান দেয় সে। রাত আড়াইটার দিকে সদর থানার রাজনগর ব্রিজের কাছে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা তার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়। এসময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় মিয়ারুল। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সদর থানার এসআই আহসান উল্লাহ, এএসআই আব্দুল হক ও অর্জুন কুমার এবং কনস্টেবল আব্দুর রাজ্জাক আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে মিয়ারুলের সঙ্গীদের ফেলে যাওয়া চারটি বোমা, একটি এলজি সাটারগান, তিন রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

নিহত মিয়ারুল ইসলাম সদর উপজেলার নুরপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে। তার নামে জেলার তিনটি থানায় হত্যা, ডাকাতি ও বোমা বিস্ফোরণের ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়