গোবিন্দগঞ্জে দুগ্রুপের সংঘর্ষ: মহিলাসহ আহত ৯, আটক ২
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বিশুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- আবু বক্কর (২৬), জেসমিন বেগম (৪২), সাদেকুল ইসলাম (২৫), সাকোয়াত হোসেন (৫২), আমিনুল ইসলাম (৩০), শফিউল ইসলাম (৫৩), জাকারিয়া মন্ডল (২৫), হাবিবুর রহমান (৫০) ও মনোয়ারা বেগম (৪০)।
তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বিশুলিয়া গ্রামের সাকোয়াত হোসেনের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে সাকোয়াত হোসেন ওই জমিতে ধানের চারা রোপন করতে যায়। এসময় হাবিবুর ও তার লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা বেগম (৩৫) ও হাবিবুর রহমান (৪৫) নামে দুজনকে আটক করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








