News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩১, ১ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৮, ১৯ জানুয়ারি ২০২০

উত্তরায় তরুণীকে গণধর্ষণ

উত্তরায় তরুণীকে গণধর্ষণ

ঢাকা: রাজধানীর উত্তরায় এক তরুণীকে (১৭) গণধর্ষণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ধর্ষিতার ভগ্নিপতি বিল্লাল হোসেন জানান, উত্তরার আজমপুরে রাজলক্ষ্মী কমপ্লেক্সে সুপার শপ ‘স্বপ্নে’ সেলসম্যান হিসেবে কাজ করে ওই তরুণী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে সে বাসায় ফিরছিল। পথে তিন-চারজন যুবক তাকে ধরে পাশের একটা নির্মাণাধীন ভবনে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। রাত সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হলে সে একটা রিকশা নিয়ে বাসায় চলে যায়।

বাসায় গিয়ে ঘটনাটি স্বজনদের জানালে ভগ্নিপতি বিল্লাল ভোর পৌনে ৪টার দিকে ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যান। বর্তমানে সে ওখানেই চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।

ধর্ষিতার পিতার নাম মো. জম্মু মিয়া। বাড়ি বরিশালের বাবুগঞ্জের কেদারপুর গ্রামে। ঢাকায় উত্তরা আজমপুরে ১২ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে জনৈক মিলনের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

নিউজবাংলাদেশ.কেম/এএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়