News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১০, ১ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৮, ১৯ জানুয়ারি ২০২০

খোয়া যাওয়া লাগেজে ১২ স্বর্ণের বার

খোয়া যাওয়া লাগেজে ১২ স্বর্ণের বার

ঢাকা: সৌদি প্রবাসী একযাত্রীর ব্যাগ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারানোর নোটিশ জানানোর পর সেই ব্যাগ থেকেই মিলেছে ১২টি স্বর্ণের বার। যার ওজন ১ কেজি ৪০০ গ্রাম।

শনিবার বিকেলে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আব্দুল হাকিম (৩২) নামের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে অবৈধ এ স্বর্ণ জব্দ করে কাস্টমস কর্মকর্তারা।

এর আগে শুক্রবার দুপুরে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেই লাগেজ খোয়া যাওয়ার দাবি জানান তিনি। পরে তার লাগেজ উদ্ধার করে দেয় বিমানবন্দরের কর্মচারীরা। ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল এসব তথ্য নিউজবাংলাদেশকে জানিয়েছেন।

তিনি আরো জানান, আবদুল হাকিমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায়। তিনি সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করেন এবং দুইবছর পর দেশে ফিরেছেন।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়