News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ১ আগস্ট ২০১৫
আপডেট: ২১:০৮, ১৯ জানুয়ারি ২০২০

ঈশ্বরদীতে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার-১

ঈশ্বরদীতে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার-১

পাবনা: পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ী জাহাঙ্গির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ও যুবলীগ নেতা শফিকুল ইসলামের স্বীকারোক্তির পর ঈশ্বরদী থানা পুলিশ শনিবার ভোরে আমবাগান এলাকা থেকে একটি বিদেশি বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ সময় জিল্লুর রহমান নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। সে আমবাগান এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু ওবায়েদ জানান, “ভাঙ্গারী ব্যবসায়ী জাহাঙ্গির হত্যাসহ ৮টি গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামি আমবাগান এলাকার ছৈইমুদ্দিনের ছেলে শফিকুল ইসলামকে গত ২৬ জুলাই গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে বিশেষ কৌশলে জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান মেলে।

তিনি জানান, “শনিবার ভোরে শফিকুলকে সাথে নিয়ে ঈশ্বরদী থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শফিকুলের ঘনিষ্ঠ বন্ধু জিল্লুর রহমানের ব্যবহৃত অফিস ঘর থেকে একটি বিদেশী বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় জিল্লুর রহমানকেও গ্রেফতার করা হয়।”   

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়