News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ১ আগস্ট ২০১৫
আপডেট: ০৭:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২০

সিএনজি অটোরিকশা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

সিএনজি অটোরিকশা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

সীতাকুন্ড: চলতি মাসের প্রথম দিন থেকে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধে যোগাযোগ মন্ত্রণালয়ের ‘আত্মঘাতী’ সিদ্ধান্তের প্রতিবাদে সীতাকুন্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেছে সিএনজি মালিক-চালক ও শ্রমিক ইউনিয়ন।

শনিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মহাসড়কের পৌরসদর এলাকায় বভিন্ন ধরনের পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রায় তিন হাজার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লা-আল বাঁকের ভূঁইয়া, সিএনজি অটোরিকশা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বাহার, সহসভাপতি নজরুল ইসলাম, সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি খায়রুল বশর, সাধারণ সম্পাদক মো.শাহজাহান, সিএনজি মালিক শওকত, শিবু বড়ুয়া, নাছির উদ্দিন, মহিউদ্দিনসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধে সরকারি আত্মঘাতী সিদ্ধান্তের কারণে দিশেহারা হয়ে পড়েছে সিএনজি মালিক ও চালকরা। সরকার অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসলে ঋণের চাপে আত্মহত্যার পথ বেছে নিতে হবে উপজেলা তথা দেশের ঋণগ্রস্ত সিএনজি মালিককে। এছাড়াও বেকার হয়ে পড়বে এ পেশার সাথে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ সিএনজি চালক।”

এদিকে মানববন্ধন শেষে বিক্ষুদ্ধরা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা গেট এলাকায় রোড় ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় সীতাকুন্ড থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিক্ষুদ্ধরা ব্যারিকেড তুলে নেয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মহাসড়কে হঠাৎ সিএনজি অটোরিকশা বন্ধে বিপাকে পড়েছে কর্মজীবী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা।

হাফিজ জুট মিল সবুজ শিক্ষা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্নি সাহা বলেন,“সিএনজি অটোরিকশা বন্ধের কারণে ভাটিয়ারী থেকে সকাল ৭ টার সময় বের হয়ে ১০ টায়ও স্কুলে পোঁছানো সম্ভব হয়নি।”

এ অবস্থার দ্রুত সমাধান না হলে প্রতিনিয়ত আমার মত কর্মজীবী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হবে বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়