জোয়ারের পানিতে প্লাবিত নোয়াখালীর ১২টি গ্রাম
নোয়াখালী: ঘূর্ণিঝড় কোমেন ও পূর্ণিমার কারণে সৃষ্ট জোয়ারে প্লাবিত হয়ে গেছে নোয়াখালীর পূর্বাঞ্চল কোম্পানীগঞ্জ উপজেলার ১২টি গ্রাম। শুক্রবার দুপুরে হঠাৎ আসা জোয়ারে এ ঘটনা ঘটে।
এদিকে ছোট ফেনি ও বামনিয়া নদীর পানি বেড়ে তিন-চার ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত গ্রামগুলো হচ্ছে, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নং ওয়ার্ড চরকচ্ছোপিয়া, ৪ নং ওয়ার্ড পূর্ব চর লেংকটা, ৫ নং ওয়ার্ড ক্লোজারঘাট, ৯ নং ওয়ার্ড গাঙচিল এবং চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম ও জেলেপাড়া।
চরএলাহি রেড ক্রিসেন্ট সভাপতি আব্দুল গনি নিউজবাংলাদেশকে বলেন, “স্বাভাবিকের চেয়ে তিন-জার ফুট বেশি ওপর দিয়ে পানি প্রভাবিত হওয়ায় গ্রামগুলো প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এছাড়া ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে গ্রামগুলোর কাঁচা বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছে।”
প্লাবিত এলাকা পরিদর্শন শেষে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “জোয়ারের পানি কয়েকটি গ্রামে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। বৃষ্টি না হলে এসব এলাকায় পানি নামতে শুরু করবে।”
তিনি আরো বলেন, “ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








