News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ১ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৪, ১৯ জানুয়ারি ২০২০

ঢামেকে সিলিংফ্যান পড়ে আহত ১, আতঙ্কে রোগীরা

ঢামেকে সিলিংফ্যান পড়ে আহত ১, আতঙ্কে রোগীরা

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে সিলিংফ্যান খুলে পড়ে ক্যান্সার আক্রান্ত এক রোগী আহত হয়েছেন। এতে ওয়ার্ডের অন্য রোগীরাও ভীত হয়ে পড়েছেন।

শনিবার ভোররাতে ৩১৩ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডের রোগী মাহমুদ হোসেনের (৬০) মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে। এসময় মাহমুদুল হাসান মাথায় ও ঘাড়ে চোট পান। পরে তাকে জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বিষয়টি নিউজবাংলাদেশকে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক।

তিনি জানান, মাহমুদুল হাসান বৃহস্পতিবার কিশোরগজ্ঞ থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে আসেন ক্যান্সার রোগের চিকিৎসা নিতে।

৩১৩ নম্বর ওয়ার্ডের রোগী শঙ্কর দাস এবং হযরত আলী জানান, এই ওয়ার্ডের যে অবস্থা, তাতে যেকোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ওই ওয়ার্ডের নার্স ইনচার্জ হালিমা বেগম জানান, লিখিতভাবে এ বিষয়টি পরিচালককে বেশ কয়েকবার জানিয়েও কোন লাভ হয়নি।

সহকারী পরিচালক খাজা আব্দুল গফুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, “এটা আসলে পিডাব্লিউডি এর ব্যাপার, তাই আমরা কিছু করতে পারছি না। তাদের জানানো হয়েছে তারাই দ্রুত ব্যবস্থা নিবে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়