News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৬, ১ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৪, ১৯ জানুয়ারি ২০২০

বিষখালী নদীর মোহনায় সিমেন্টবাহী কার্গো ডুবি

বিষখালী নদীর মোহনায় সিমেন্টবাহী কার্গো ডুবি

ঝালকাঠি: বিষখালী নদীর মোহনায় আটশো বস্তা সিমেন্টসহ একটি কার্গো ডুবে গেছে। শুক্রবার গভীররাতে এ দুর্ঘটনা ঘটে। শনিবার বিকেল পর্যন্ত কার্গোটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কাঁঠালিয়া থানার ওসি ওসি (অপারেশন) মো. জাহিদ হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “মংলা বন্দর থেকে আটশো বস্তা সিমেন্ট নিয়ে আল্লারদান এন্টারপ্রাইজ নামের একটি কার্গো শুক্রবার রাতে কাঁঠালিয়ায় আসে। কার্গোটি বিষখালি নদীর মোহনায় এলে ঝড়ো আবহাওয়ায় কার্গোর সামনের অংশ কাত হয়ে পানি ঢুকে পড়ে।”

তিনি আরো বলেন, “কার্গোটি ডুবে গেলেও চালক ও এক কর্মচারী সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়। কার্গোতে থাকা সিমেন্টের বস্তা কাঁঠালিয়ার সিকদার এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসার কথা ছিল।”

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মদ আমির উদ্দিন নিউজবাংলাদেশকে বলেন, “কার্গোর অবস্থান নির্ণয়ের জন্য ট্রলার যোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। অবস্থান নির্ণয় হলে উদ্ধারকাজ শুরু হবে।”

সিকদার এন্টারপ্রাইজের মালিক গোলাম মাওলা সিকদার নিউজবাংলাদেশকে বলেন, “হঠাৎ করে বৈরি আবহাওয়ার কারণে কার্গোটি ডুবে যায়। মংলা থেকে আমার দোকানের জন্য আটশো বস্তা এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট আনা হচ্ছিল।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়