News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৯, ১ আগস্ট ২০১৫
আপডেট: ১৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০২০

সিরাজগঞ্জ সওজ-এর সাবেক নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

সিরাজগঞ্জ সওজ-এর সাবেক নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের সংস্কার কাজে দায়িত্ব অবহেলার জন্য সড়ক ও জনপথ বিভাগ সিরাজগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত ও অপর দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।  

জেলা সড়ক ও জনপথ বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “ঈদের আগে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের বেহালদশার কারণে ঈদে ঘরমুখো মানুষ যানজটের কবলে পড়ে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলার নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহম্মেদকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরখাস্ত করেন।”

তিনি আরো বলেন, সিরাজগঞ্জ থেকে ফরিদপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি হয়ে যাওয়ার পর আহসান উদ্দিন আহম্মেদকে বরখাস্ত করা হয়। এছাড়া জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রহমত আলী ও উপ-সহকারী প্রকৌশলী কামাল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়