News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩১, ১ আগস্ট ২০১৫
আপডেট: ০৫:৫৪, ১৯ জানুয়ারি ২০২০

জাবির সাবেক ছাত্রীর আত্মহত্যা

জাবির সাবেক ছাত্রীর আত্মহত্যা

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রী আত্মহত্যা করেছেন।

শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশমাইল আবাসিক এলাকায় (ই-২৭) ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীটির নাম তানজিনা আক্তার সুক্তা। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে কামরুল হাসান নামে এক গাড়ি চালকের ভাড়া বাসায় থাকতেন তানজিনা আক্তার সুক্তা।

শনিবার সকালে তানজিনা বিষপান করলে স্থানীয়রা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল সেন্টারে স্থানান্তর করেন। এনাম মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, “শুনেছি সাবেক এক ছাত্রীর বিষপানে মৃত্যু হয়েছে।”

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, তানজিনার লাশ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়