পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ
মানিকগঞ্জ: ঝড়ো আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার দুপুর ১২টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একদিন বন্ধ থাকার পর শুক্রবার সকালে সব রুটে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচল শুরু হয়।
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে নদী উত্তাল থাকায় বৃহস্পতিবার সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়লে শুক্রবার সকালে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








