ছিটমহলের তাঁবুর নিচে সংবাদকর্মীদের রাত্রিযাপন
লালমনিরহাট: শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজ নিজ দেশের ভূখণ্ডের সাথে অন্তর্ভুক্ত হয়েছে উভয় দেশের ১৬২টি ছিটমহল। ঐতিহাসিক এ ক্ষণটির সংবাদ পরিবেশন করতে ছিটমহলেই থাকতে হয়েছে অধিকাংশ সংবাদকর্মীকে। তাদের প্রতীক্ষা ছিল, সকাল কখন হবে আর কখন উঠবে জাতীয় পতাকা।
পেশাগত দায়িত্ব পালনে করতে মিডিয়াকর্মীরা ছিটমহলেই থাকা খাওয়ার ব্যবস্থা করে নেয়।
হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারীতে ছিটমহলের জেলা কার্যালয়ে বসেছে মিডিয়াকর্মীদের মিলন মেলা। এ ছিটমহলটি জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। দীর্ঘ এ পথ পেরিয়ে সকালে ছিটমহলে ছুটে আসা বেশ কষ্টসাধ্য ভেবেই তারা এ ব্যবস্থা করে নেয়।
জেলা সাংবাদিক সংগঠন প্রেসফোর ও হাতীবান্ধা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় তাবুর নিচে নতুন বাংলাদেশের মাটির ওপর চাটাই বিছিয়েই ঘুমিয়ে পড়েন সংবাদকর্মীরা।
প্রেসফোরের সদস্য সচিব মিজানুর রহমান দুলাল নিউজবাংলাদেশকে বলেন, “ছিটমহলবাসীদের দুঃখ-দুর্দশা নিয়ে দীর্ঘদিন ধরেই সংবাদ পরিবেশন করেছি। আর আজ তাদের বিজয়ের দিনে কাজের ফাঁকে তাদের সাথে রাত কাটিয়ে গেলাম।”
দৈনিক কালের কণ্ঠ ও এনটিভির জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু নিউজবাংলাদেকে বলেন, “শুক্রবার বিকেল থেকে গভীররাত পর্যন্ত এবং শনিবার ভোরে নানা কর্মসূচি রয়েছে। এ সব কর্মসূচির সংবাদ পরিবেশন করতেই ছিটমহলে থাকা।”
তিনি আরো বলেন, “ছিটমহলবাসীর বন্দিদশার নানা তথ্য দিয়ে অনেক সংবাদ পরিবেশন করেছি। আজ তাদের বিজয়ের দিনে তাদের আনন্দের সাথে থাকতে পেরে আমি খুব ভালো লাগছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








