News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১২, ৩১ জুলাই ২০১৫
আপডেট: ০৫:৫৫, ১৯ জানুয়ারি ২০২০

জ্বলে উঠল ৬৮ মোমবাতির বাংলাদেশ

জ্বলে উঠল ৬৮ মোমবাতির বাংলাদেশ

লালমনিরহাট: রাত ১২টা ১ মিনিটে এক সঙ্গে জ্বলে উঠল ৬৮ মোমবাতির লিখা লাল সবুজের বাংলাদেশ।  সম্মিলিত কণ্ঠে গেয়ে উঠল, আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি।

গভীর নিশুতিতে হঠাৎ করে মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠল সদ্য মুক্তি পাওয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী ছিটমহল।

এই একটু আগেও যারা নিজ ভুখণ্ডে বাস করছিলেন ভিন দেশি পরিচয়ে, তারা এখন বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হলেন। মুক্তি আনন্দে ভাসছে গোটা অঞ্চল। এ ছিটমহলের লোকদের বরণ করতে ছুটে এসেছেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ভাই কালীগঞ্জ কে.ইউ.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহম্মেদ, কালীগঞ্জের অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী।

এ সময় ওই ছিটমহলের প্রবীণ ব্যক্তি ছকবর আলীর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিয়ে ছিটবাসীকে বাংলাদেশি হিসেবে বরণ করে নেন খুরশিদুজ্জামান আহম্মেদ।

ছিটবাসীকে বরণীয় অনুষ্ঠানের আয়োজক লালমনিরহাটের সাংবাদিক সংগঠন প্রেসফোর ও অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী ছিটবাসীকে মিষ্টি মুখ করে বরণ করে নেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়