নসিমন চালক নির্যাতনের ঘটনায় কনস্টেবল ক্লোজড
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশি নির্যাতনের শিকার নসিমন চালক তারিকুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কনস্টেবল তাকাজ উদ্দিনকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তবে ওয়ার্লেস অপারেটর আসাদুজ্জামান ও গাড়ির চালক রিপন হোসেন এখনো বহাল তবিয়তে রয়েছে।
নির্যাতিতের পিতা শামসুল ইসলাম জানান, তার পুত্রের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তারিকুল ইসলামের চিকিৎসার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫ হাজার টাকা সহায়তা করেছেন। মামলা না করার জন্য একটি মহল চাপ সৃষ্টি করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে কনস্টেবল তাকাজ উদ্দিনকে ক্লোজ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টায় রায়গঞ্জ থানার সামনে দিয়ে তারিকুল নসিমন চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে ধরে থানার ভিতরে ৩ পুলিশ মিলে তাকে অমানুষিক নির্যাতন চালায়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








