এবার পেছাল চাকসু নির্বাচন

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর, বুধবার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) সমাজবিজ্ঞান অনুষদে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচনী প্রচারণার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ ওঠে। তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশনার ড. একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রার্থীদের হাতে মাত্র চার দিন প্রচারণার সুযোগ ছিল। এ কারণে নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শাটডাউন-অস্থিরতায় স্থগিত রাকসু নির্বাচন
নির্বাচনের নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এক দিন বাড়িয়ে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস যথারীতি চলবে।
এছাড়া, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৮ সেপ্টেম্বর। এ পর্যন্ত চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট ৯৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে জমা পড়েছে ৪২৯টি এবং হল সংসদে ৫০২টি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখও পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। পোষ্য কোটাকে কেন্দ্র করে রাকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারণার জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করবে।
নতুন তারিখ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি