রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উৎসাহ বোনাসে নতুন নিয়ম
ফাইল ছবি
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, তফসিলি বিশেষায়িত ব্যাংক, অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মচারীদের উৎসাহ বোনাসের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জারি হওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়া যাবে এবং তা নিট মুনাফার ভিত্তিতে প্রদান করতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের ওপর প্রভিশন, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্য হ্রাস-বৃদ্ধির প্রভিশন বাদ দিয়ে নিট মুনাফার হিসাব করতে হবে। অর্থাৎ, এখন থেকে ব্যাংকের মোট মুনাফার ওপর বোনাস নির্ভর করবে না।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, এতদিন ব্যাংকগুলোতে উৎসাহ বোনাস প্রদানে শৃঙ্খলার অভাব ছিল। এই ঘাটতি দূর করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অভিন্ন নির্দেশিকা প্রকাশ করা হলো। নির্দেশনার মাধ্যমে ঢালাওভাবে অতিরিক্ত বোনাস প্রদানের সুযোগ বন্ধ হবে।
নতুন নির্দেশনায় মূল্যায়নের পাঁচটি সূচক নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বোনাস নির্ধারণ হবে নিম্নলিখিত সূচকের ওপর: চলতি মূলধনের ওপর নিট মুনাফার হার, আমানতের পরিমাণ বৃদ্ধির হার, ঋণ ও অগ্রিমের পরিমাণ বৃদ্ধির হার, খেলাপি ঋণ আদায়ের হার এবং অবলোপন করা ঋণ আদায়ের হার। বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একই ধরনের সূচক প্রযোজ্য হবে, তবে কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে সূচকে সামান্য পরিবর্তন থাকবে। উদাহরণস্বরূপ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) বোনাস নির্ধারণে পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধিও বিবেচনায় নেওয়া হবে।
আরও পড়ুন: অগ্রিম আমদানি সীমা দ্বিগুণ করলো বাংলাদেশ ব্যাংক
বোনাস প্রদানের মান নির্ধারণ করা হয়েছে ১০০ নম্বরের ভিত্তিতে। যেখানে ৪০-এর নিচে কোনো বোনাস দেওয়া হবে না। ৪০–৫০ নম্বরে এক মাসের বেতন সমপরিমাণ, ৫০–৬০ নম্বরে দেড় মাসের সমপরিমাণ, ৬০–৭০ নম্বরে দুই মাসের সমপরিমাণ, ৭০–৮০ নম্বরে আড়াই মাসের সমপরিমাণ এবং ৮০-এর বেশি নম্বরে তিন মাসের সমপরিমাণ বোনাস প্রদান করা হবে। একটি বোনাস বলতে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বোঝানো হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ব্যাংকগুলো নিজস্ব পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদনের মাধ্যমে বোনাস দেবে। কোনো বছরে উৎসাহ বোনাস প্রাপ্য না হলে প্রতিষ্ঠান বিশেষ অর্জন বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমোদন নিয়ে এক মাসের বেতন সমপরিমাণ অর্থ প্রদানের সুযোগ রাখে।
এদিকে জানা গেছে, আগে ব্যাংকগুলো এই নীতিমালা লঙ্ঘন করত। যেমন, সোনালী ব্যাংক ২০২৩ সালে নিয়মিত তিনটির পরিবর্তে পাঁচটি বোনাস প্রদান করেছিল। এ বিষয়ে গত ২৭ মার্চ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে অতিরিক্ত দুই বোনাসের অর্থ ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কোন ব্যাংকই টাকা ফেরত দেয়নি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানান, নতুন নির্দেশনার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঢালাওভাবে অতিরিক্ত বোনাস প্রদানের সুযোগ থাকবে না।
নিউজবাংলাদেশ.কম/পলি








