সেপ্টেম্বরের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ৩০ লাখ ডলার

ছবি: সংগৃহীত
চলতি মাসের প্রথম তিন দিনে দেশে এসেছে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ।
তিনি আরও বলেন, শুধু ৩ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ১৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা চলতি মাসে প্রবাসী আয়ের প্রবাহে বড় ভূমিকা রেখেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৯০ শতাংশ বেশি।
আরও পড়ুন: ব্যাংক খাতে ঢালাও জালিয়াতির সুযোগ বন্ধ হয়েছে: টিআইবি
এর আগে আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
নিউজবাংলাদেশ.কম/এসবি