News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৫, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১১:৩০, ৩ জানুয়ারি ২০২১

ডিএসইর সূচক দেড় বছরের মধ্যে সর্বোচ্চ

ডিএসইর সূচক দেড় বছরের মধ্যে সর্বোচ্চ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এর মধ্যে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দেড় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। অন্যদিক টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন দুই স্টকের লেনদেন বেড়েছে। এর মধ্যে ডিএসইর আজকের লেনদেন গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

একই সঙ্গে এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

রোববার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিনে লেনদেন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৫ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসইর আজকের লেনদেন গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এর আগে গত ২৮ জুন আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ২ হাজার ৪৪৩ কোটি ২৫ লাখ টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৯ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩২৮ দশমিক ২৭ পয়েন্টে। ডিএসইএক্স সূচক গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে আজ। এর আগে গত বছরের ৭ জুলাই সূচকটি আজকের চেয়ে বেশি অর্থাৎ ৫ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছিল। 

এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ৯৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ২৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৫ দশমিক ৬৭ পয়েন্টে ও এক হাজার ২২৬ দশমিক ৭৭ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ২৩৮টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ৫৯টির দর।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবলস, লার্ফাজ হোল্ডসিম,  লঙ্কাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, শাইনপুকুর সিরামিক, ওয়ালটন হাই-টেক।

অপর পুঁজিবাজার সিএসইতে রোববার লেনদেনের পরিমাণ ৬৮ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৮টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৭০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৯ দশমিক ৭২ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩১ দশমিক ২৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩২৯ দশমিক ১১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২২৬ দশমিক ১৮ পয়েন্ট ও সিএসআই সূচক ১৮ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৪০ দশমিক ৪৫ পয়েন্টে, ১২ হাজার ৩৮৭ দশমিক ৫৮ পয়েন্টে, ৯ হাজার ২৬২ দশমিক ৭২ পয়েন্টে ও ১ হাজার ৮ দশমিক ৪৫ পয়েন্টে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়